Wednesday, August 24, 2016

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী About National of Bangladesh................

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
About National of Bangladesh
বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?উঃ শাপলা।
বাংলাদেশের জাতীয় পশুর নাম কি?উঃ রয়েল বেঙ্গল টাইগার।
বাংলাদেশের জাতীয় বনের নাম কি?উঃ সুন্দরবন।
বাংলাদেশের জাতীয় মাছের নাম কি?উঃ ইলিশ।
বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি?উঃ বায়তুল মোকাররম।
বাংলাদেশের জাতীয় বিমানবন্দর নাম কি?উঃ হজরত শাহ জালাল (রাঃ) আর্ন্তজাতিক বিমান বন্দর।
বাংলাদেশের জাতীয় যাদুঘর কোনটি?উঃ শাহবাগ জাতীয় জাদুঘর।
বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোনটি?উঃ সুফিয়া কামাল জাতীয় গণ গ্রন্থাগার, ঢাকা।
বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি?উঃ ভাওয়াল ন্যাশনাল উদ্যান।
বাংলাদেশের জাতীয় কবির নাম কি?উঃ কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের জাতীয় শিশুপার্ক কোনটি?উঃ শহীদ জিয়া শিশু পার্ক।
বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?উঃ হা-ডু-ডু।
বাংলাদেশের জাতীয় ফল কোনটি?উঃ কাঁঠাল।
বাংলাদেশের জাতীয় উৎসব কোনটি?উঃ বাংলা বর্ষবরণ উৎসব।
দেশের জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত?উঃ রাজধানী ঢাকার মিরপুরে।

0 comments:

Post a Comment