বাংলা সন কে কবে চালু করেন? | উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সন। | | | |
‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? | উঃ চাপাইনবাবগঞ্জ। | | | |
‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? | উঃ রংপুর অঞ্চলের। | | | |
‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? | উঃ ময়মনসিংহ। | | | |
ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কি? | উঃ জারি। | | | |
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার কে? | উঃ আবদুল গফ্ফার চৌধুরী। | | | |
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার কে? | উঃ আবদুল লতিফ। | | | |
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার কে? | উঃ আলতাফ মাহমুদ। | | | |
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? | উঃ গোবিন্দ্র হাওলাদার। | | | |
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে? | উঃ আপেল মাহমুদ। | | | |
বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? | উঃ সোনারগাঁয়ে। | | | |
বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি? | উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর, ১৯১০। | | | |
ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? | উঃ ০৭ আগষ্ট, ১৯১৩ সালে। | | | |
ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়? | উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩। | | | |
বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক যাদুঘর কোথায়? | উঃ চট্টগ্রামের আগ্রাবাদে। | | | |
মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত? | উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬। | | | |
বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত? | উঃ ঢাকার আগারগাঁয়ে। | | | |
মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত? | উঃ বগুড়া। | | | |
জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত? | উঃ ময়মনসিংহ। | | | |
বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর কোথায় অবস্থিত? | উঃ মীরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে) | | | |
‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন? | উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন। | | | |
প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন? | উঃ কামরুল হাসান। | | | |
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন? | উঃ ওস্তাদ আয়াত আলী খান। | | | |
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন? | উঃ বুলবুল চৌধুরী। | | | |
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন? | উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম। | | | |
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর কে? | উঃ জুয়েল আইচ। | | | |
বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে? | উঃ শামীম সিকদার। | | | |
বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে ? | উঃ অলক রায়। | | | |
বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে ? | উঃ রফিকুন্নবী (রনবী)। | | | |
বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে? | উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ। | | | |
বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? | উঃ ০৩ ডিসেম্বর, ১৯৫৫। | | | |
পূর্বে বাংলা একাডেমীর নাম কি ছিল? | উঃ বর্ধমান হাউজ। | | | |
বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? | উঃ ১৯৭৪। | | | |
শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? | উঃ ১৯৭৭ সাল। | | | |
বাংলাভাষার আদি নিদর্শন কি? | উঃ চর্যাপদ। | | | |
বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়? | উঃ লালন ফকির। | | | |
বাংলা মুদ্রাক্ষরের জনক কে? | উঃ চার্লস উইলকিনস্। | | | |
সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন? | উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল। | | | |
উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? | উঃ হীরালাল সেন। | | | |
বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? | উঃ আবদুল জব্বার খান। | | | |
হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়? | উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে। | | | |
উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি? | উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে। | | | |
উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? | উঃ আলী বাবা ও চল্লিশ চোর। | | | |
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি? | উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬। | | | |
মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? | উঃ আবদুল জব্বার খান। | | | |
অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? | উঃ পথের পাঁচালী, ১৯৯১ সাল। | | | |
পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? | উঃ সত্যজিৎ রায়। | | | |
পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়? | উঃ ১৯৫৫ সালে। | | | |
বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে? | উঃ জহির রায়হান। | | | |
জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? | উঃ কখনো আসেনি। | | | |
জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল? | উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’ | | | |
বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি? | উঃ ‘স্টপ জেনোসাইড’। | | | |
‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে? | উঃ তানভীর মোকাম্মেল। | | | |
‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? | উঃ তারেক মাসুদ। | | | |
‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে? | উঃ মোরশেদুল ইসলাম। | | | |
‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে? | উঃ গৌতম ঘোষ। | | | |
‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে? | উঃ আলমগীর কবির। | | | |
কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে? | উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)। | | | |
বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন? | উঃ ববিতা। | | | |
বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে? | উঃ পূর্নিমা সেনগুপ্তা। | | | |
বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে? | উঃ বনানী চৌধুরী। | | | |
বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? | উঃ বিশ বছর আগে | | | |
এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়? | উঃ ১৯৫৮ সালে। | | | |
এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি? | উঃ আছিয়া। | | | |
এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? | উঃ আকাশ ও মাটি। |
Thanks for taking the time and writing this post .The estimate of writing your site post is very good .The simplest language you use when writing articles is appreciated .The information you give will prove to be of great value to me, I hope that. It is our wish that you continue to write great articles in such a future. Thanks for sharing this article. Thank you
ReplyDelete