Wednesday, August 24, 2016

বাংলাদেশের কৃষি Agriculture of Bangladeshl............

বাংলাদেশের কৃষি
Agriculture of Bangladesh
কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?উঃ পলি মাটি।
বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?উঃ ২,০৪,৮৪,৫৬১ একর।
বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?উঃ ১,৭৭,৭১,৩৩৯ একর।
বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?উঃ ২৭,১৩,২২২ একর।
বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?উঃ পাট।
বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?উঃ চা।
বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?উঃ চতুর্থ।
পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?উঃ প্রথম।
সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?উঃ ময়মনসিংহ।
রবি শস্য বলতে বুঝায়?উঃ শীতকালীন শস্যকে।
খরিপ শস্য বলতে বুঝায়?উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?উঃ ২১.৯১%।
বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?উঃ বরিশাল।
বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?উঃ ১৯৫৪ সালে।
গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?উঃ দিনাজপুর।
বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?উঃ সিলেটের মালনিছড়া।
সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?উঃ মৌলভীবাজার জেলায়।
বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?উঃ ১৫৯ টি।
বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?উঃ চাঁপাই নবাবগঞ্জে।
বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?উঃ চাঁপাই নবাবগঞ্জে।
বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?উঃ রংপুরে।
বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?উঃ যশোরে।
বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?উঃ তিস্তা বাধ প্রকল্প।
বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?উঃ BRRI, গাজিপুর।
BADC বলতে কি বুঝায়?উঃ বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা 
Bangladesh Agricultural Development Corporation



জুটন আবিস্কার করেন কে?উঃ ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান কত ?উঃ ০.১৪ একর।
সর্বশেষ কৃষিশুমারী অনুষ্ঠিত হয়?উঃ ২০০৮ সালে।
সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে ?উঃ এসএসপি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?উঃ ১৯৭১ সালে।
বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে ?উঃ ১৯৭৩ সালে।
কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় ?উঃ কৃষ্ণ বঙ্গ।
ভারতের বিহার রাজ্যের যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত?উঃ রাম ছাগল।
মহিষ প্রজনন খামার কোথায় ?উঃ বাগেরহাট।
বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?উঃ ঢাকার সাভারে।
বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?উঃ সাভারে।
দেশে বর্তমানে ভেটেরেনারী কলেজ চালু রয়েছে কয়টি ?উঃ ৪টি।
ছাগল উন্নয়ন খামার কোথায় ?উঃ সিলেটের টিলাগড়ে।

0 comments:

Post a Comment