Sunday, August 21, 2016

বাংলাদেশের ভৌগলিক অবস্থান Geographical Stands of Bangladesh........

বাংলাদেশের ভৌগলিক অবস্থান
Geographical Stands of Bangladesh
বাংলাদেশের আয়তন কত ?উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।


আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?উঃ ৯০ তম।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?উঃ বাংলাদেশ।
বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি:
বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত?উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত?উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত?উঃ ৩৭.৫০ মিটার।
সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত ?উঃ ২০ মিটার।
সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা কত?উঃ ৮ মিটার।
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ?উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ)


বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল।
কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?উঃ ১৫৫ কিলোমিটার।
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?উঃ ১২ নটিক্যাল মাইল।
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?উঃ ২০০ নটিক্যাল মাইল।
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?উঃ ৪,১৫৬ কিঃমিঃ।
(পশ্চিমবঙ্গ-২২৬২ কিঃমিঃ, আসাম-২৬৪ কিঃমিঃ, 
মেঘালয়-৪৩৬ কিঃমিঃ,ত্রিপুরা-৮৭৪ কিঃমিঃ ও মিজোরাম-৩২০ কিঃমিঃ)



ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত কত?উঃ ৬.৫ কিলোমিটার।
(২০১১ সালে সীমানা চিহ্নিত করা হয়েছে, 
কিন্তু এখনও কোন দেশের সংসদে অনুমোদিত হয়নি)



ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?উঃ ১৬ মে, ১৯৭৪।
মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?উঃ ২৭১ কিঃমিঃ।


বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে।
বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?উঃ সেন্টমার্টিন।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?উঃ সেন্টমার্টিন।
দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি?উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর।
দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় ?উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়।
দহগ্রামের আয়তন কত ?উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ।
ভারতের ভেতরের বাংলাদেশের কতটি ছিটমহল আছে ?উঃ ৫১ টি।
বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অর্ন্তগত?উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার।
বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে ?উঃ ১১১টি। লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, 
নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২ টি।



ভারতের মধ্যে বাংলাদেশী ছিটমহলগুলোর আয়তন কত?উঃ ৭১১০.০২ একর।
তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে ?উঃ বেরুবাড়ী।
তিনবিঘা করিডরের পরিমাপ কত?উঃ ১৭৮ মিটার ও ৮৫ মিটার।
কোন তারিখে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয়?উঃ ২৬ জুন, ১৯৯২।
লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত?উঃ ৮০ মাইল।
আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ?উঃ খাগড়াছড়ি জেলায়।
“চন্দ্রনাথের পাহাড়” কেন বিখ্যাত ?উঃ হিন্দুদের তীর্থ স্থানের জন্য।
বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি ?উঃ টেকনাফ।
বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি ?উঃ তেতুলিয়া।
বাংলাদেশের সর্ব পশ্চিমে থানা শহর কোনটি ?উঃ শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)
বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি ?উঃ থানচি।
আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?উঃ শ্যামনগর।
বাংলাদেশের সবচেয়ে ক্ষূদ্রতম থানা (আয়তনে)?উঃ লালবাগ।
বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি ?উঃ গারো পাহাড়।
লালমাই পাহাড় কোথায় অবস্থিত ?উঃ কুমিল্লা।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?উঃ তাজিওডাং (বিজয়) উচ্চতা-১২৩১ মিটার।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?উঃ কেওক্রাডাং, উচ্চতা ১২৩০ মিটার।
দুবলার চর কোথায় অবস্থিত ?উঃ নোয়াখালী।
কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত ?উঃ ভোলা জেলায়।
চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?উঃ ভোলা জেলার চরফ্যাশনে।
মুহুরীর চর কোথায় অবস্থিত ?উঃ ফেনী জেলায়।
বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি ?উঃ চলনবিল।
চলনবিল কোথায় অবস্থিত ?উঃ পাবনা ও নাটোর জেলায়।
তামাবিল কোথায় অবস্থিত?উঃ সিলেট জেলায়।
বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি ?উঃ হাকালুকি হাওর।
হাকালুকি হাওর কোথায় অবস্থিত?উঃ সিলেট জেলায়।
বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি ?উঃ মাধবকুন্ড জলপ্রপাত।
মাধবকুন্ড জলপ্রপাত কোথায় অবস্থিত ?উঃ মৌলভীবাজার জেলার বড়লেখায়।
মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায় ?উঃ মৌলভীবাজার জেলায়।
মাধবকুন্ড জলপ্রপাতে কতফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় ?উঃ ২৫০ ফুট।
বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন দেশের সাথে?উঃ ভারত ও মায়ানমারের সাথে।
বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?উঃ ৫ টি (পশ্বিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)
কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়?উঃ টারশিয়ারী যুগে।
ঢাকার প্রতিপাদ স্থান কোনটি?উঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে?উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে ?উঃ দুই ভাগে।
বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায়-?উঃ ২৪,১৪০ বর্গ কিঃমিঃ।
বাংলাদেশ-ভারত সীমান্তে নো ম্যানস ল্যান্ড হিসেবে ব্যবহৃত হয়?উঃ জিরো পয়েন্টে উভয় দিকে ৪৫০ ফুট পর্যন্ত জমি।

0 comments:

Post a Comment