Sunday, August 21, 2016

প্রাক সুলতানী আমল -সেন বংশ Pre Era of Sultanate-Sena Dynasty...........

প্রাক সুলতানী আমল -সেন বংশ
Pre Era of Sultanate-Sena Dynasty
সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?উঃ সামন্ত সেন।
সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন?উঃ দাক্ষিণাত্যের কর্ণাটক।
কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে?উঃ বিজয় সেনের।
বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল?উঃ ১০৯৮-১১৬০ খ্রিঃ
সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?উঃ বিজয় সেন।
সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?উঃ বিজয় সেন।
বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?উঃ ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।
কৌলিন্য প্রথার প্রবর্তক কে?উঃ বল্লাল সেন।
সেন বংশের সর্বশেষ রাজা কে?উঃ লক্ষন সেন।
বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?উঃ লক্ষন সেন।
সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী কার ছিল?উঃ লক্ষন সেন।
লক্ষন সেনের রাজধানী কোথায় কোথায় ছিল?উঃ গৌড় ও নদীয়ায়।
সেন বংশের অবসান ঘটে কবে?উঃ ত্রয়োদশ শতকে।
কোন বাঙালী নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাধ্যক্ষ পদ অলংকৃত করেন?উঃ শীলভদ্র।

0 comments:

Post a Comment