Sunday, August 21, 2016

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা Liberation War and Independent.........

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
Liberation War and Independent
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?উঃ আ স ম আব্দুর রব।
কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?উঃ ২৬ মার্চ, ১৯৭১।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?উঃ ১০ জানুয়ারী ১৯৭২।
এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?উঃ জেনারেল ইয়াহিয়া খান।
সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?উঃ ৬ জন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?উঃ তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?উঃ এম, মনসুর আলী।
মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?উঃ তাজউদ্দিন আহম্মেদ।
মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?উঃ শেখ মুজিবর রহমান।
মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?উঃ সৈয়দ নজরুল ইসলাম।
মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?উঃ অধ্যাপক ইউসুফ আলী।
মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?উঃ এম হোসেন আলী।
সাইমন ড্রিং কে ছিলেন?উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। 
যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন।
তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।



মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?উঃ ১৮ এপ্রিল কলকতায়।


মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?উঃ ১১ টি।
কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?উঃ ১০ নং সেক্টর।
স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?উঃ ৭ জন।
স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?উঃ ৬৮ জন।
স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?উঃ ১৭৫জন।
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?উঃ ৪২৬ জন।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?উঃ ৬৭৬ জন।
কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?উঃ ভারতের আমবাসা এলাকায়।
দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?উঃ মাদার মারিও ভেরেনজি।
স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?উঃ জেনারেল এ, কে নিয়াজী।
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?উঃ রেসকোর্স ময়দানে।
জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?উঃ ৯৩ হাজার।
কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?উঃ আবদুস সাত্তার।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?উঃ এম আর আখতার মুকুল।
২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?উঃ ১৯৮০ সালে।
বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?উঃ উক্যাচিং মারমা।

0 comments:

Post a Comment