Sunday, August 21, 2016

প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ-Pre Era of Sultanate-Maurya Dynasty....

প্রাক সুলতানী আমল - মৌর্য বংশ
Pre Era of Sultanate-Maurya Dynasty
প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ?উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
সর্বশেষ মৌর্য সম্রাট কে?উঃ বৃহদ্রথ।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?উঃ বিক্রামাদিত্য।
চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন কোন রাজার আমলে ?উঃ হর্যবর্ধন।
ভারত বর্ষ থেকে কোন রাজন্য গ্রীকদের বিতাড়িত করেন ?উঃ মৌর্য সাম্রােেজ্যর প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত।
চন্দ্রগুপ্ত কোন বংশের রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন?উঃ নন্দবংশের শেষ রাজাকে।
ইন্ডিকা (Indika) নামক বিবরনমুলক গ্রন্থের লেখক কে?উঃ মেগাস্থিনিস।
‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক কে ?উঃ কৌটিল্য।
কৌটিল্য আসলে কে কে?উঃ চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী চানক্য ও বিষ্ণুগুপ্ত।
মৌর্য সাম্রাট অশোক কার পুত্র ?উঃ বিন্দু সারের।
অশোক কলিঙ্গ জয়ে বের হন কত খ্রিষ্ট পূর্বাব্দে ?উঃ ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে।
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?উঃ পুন্ডনগর।

0 comments:

Post a Comment