Sunday, August 21, 2016

৫২-এর ভাষা আন্দোলন Language Movements, 1952............

৫২-এর ভাষা আন্দোলন
Language Movements, 1952
পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।
তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।
উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?উঃ নুরুল আমিন।
১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ?উঃ খাজা নাজিমউদ্দিন।
প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?উঃ শহীদ শফিউরের পিতা।
১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।
উর্দু - উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?উঃ মুহম্মদ আলী জিন্নাহ।
কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?উঃ ১৯৫৬ সালে।

1 comments:

  1. Thank you for writing such a great post . Excellent article you have shared here. I really enjoyed to read this blog post. The information you give will prove to be of great value to me, I hope that. It is our wish that you continue to write great articles in such a future. Thank you for sharing the wonderful article.

    ReplyDelete